জীবন ভিত্তিক গল্পের নাটকে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। এবার তার সাথে একই নাটকে তার শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। ‘তবু মনে রেখো’ শিরোনামে নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের মেধাবী নাট্য নির্মাতা মো. রবিউল সিকদার।
ডলি জহুর, বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। হুমায়ূন আহমেদের গল্পে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
৭০-এ অভিনেত্রী ডলি জহুর
বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন অভিনেত্রী ডলি জহুর। আজ গুণী এই অভিনেত্রীর ৭০ তম জন্মদিন।